একটি সাঁকো

-অন্নপূর্ণা দাস

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

একটি সাঁকো সময়ের কথা বলে

অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যৎ…

কে নির্মান করে ছিলো আর কারা পার হয়েছে

সবই থাকে কালের সাক্ষী হয়ে, প্রেম,বিরহ,

ভালোবাসা এবং যুদ্ধ সবাই বহন করে চলে,

নীল আকাশের রাতের তারা

অথবা ভোরের সূর্যের আলোর প্রতিফলন,

প্রতিসরণের চিত্র ফুটে ধরা দেয় প্রকৃতি তোমার,

আমার ভাবনার হাত ধরে…

আজও অপেক্ষা করে গোপনে একাকী;

তুমি বুঝবে না সে কথার মানে…

ফেলে আসা সময় আর নতুন সময়ে

মেলবন্ধনের প্রশ্নের উত্তর খুঁজে চলে নীরবে একাকী…..

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

আমি একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়া থাকি।

 

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*