হাবলু ও গাবলু
-পার্থ গোস্বামী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
অ আ ক খ লিখো
দেখি সবাই চটপট,
কি রে গাবলু কি রে হাবলু
দিদিমণি তাকায় কটকট।
ভয়ে বুক করে যে দুরুদুরু
লিখে ফেলি তাড়াতাড়ি,
হাবলু বলে গাবলু রে গছি ভুলে
শ্লেট পেন্সিল খায় গড়াগড়ি।
দিদিমণির কড়া ধমক করিস
নাকি তোরা দেখাদেখি,
আয় শ্লেট পেন্সিল নিয়ে হাতে ধরে
চলে অ আ ক খ লেখালেখি।
কি আনন্দ কি আনন্দ রে শিখে
গেছি ছুটির ঘন্টায় ছুটোছুটি,
দিদিমণি ওরে হাবলু ওরে গাবলু
সামলে করিস না হুটোপুটি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি~
নাম-পার্থ গোস্বামী, জেলা-বাঁকুড়া, রাজ্য-পশ্চিমবঙ্গ, লিখতে ভালোবাসি,ভালোবেসে লিখি।