স্বাধীনতা তুমি
-পুষ্পিকা সমাদ্দার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
স্বাধীনতা তুমি স্বাধীন হলেনা
শহীদের রক্ত ছাড়া,
স্বাধীনতার তরে অচিরে বিদায়
নিল এই পৃথিবী হতে ওরা!
স্বাধীনতা তুমি এতো নিঠুর কেন
কতো শহীদের নিলে তাজা প্রাণ!
স্বাধীনতার তরে সংগ্রামে গিয়ে
গেলো শত সহস্র বীরের জান।
স্বাধীনতা তুমি স্বাধীন বার্তা ছড়াও
এখন দিকেদিকে,
স্বাধীনতার হরষ এসেছে আজ
ভারতবাসীর চোখেমুখে।
স্বাধীনতা তোমার স্বাধীন হওয়ার
মূলমন্ত্র আছে কি জানা?
স্বাধীন দেশে নিজের মত
প্রকাশে করেনা কেউ মানা।
স্বাধীনতা তুমি ভারতবর্ষকে
করলে যে স্বাধীন,
পরাধীনতার শৃঙ্খলা হতে
মুক্তির সনে বাজলো সুখের বীণ।
স্বাধীনতা তুমি দেখেছো বীর সৈনিকদের
রক্তে রাঙানো সেই দেহ,
কত লড়াইয়ে ফলে কতক তাজা
প্রাণ ও-পারে গেছে অহরহ।
স্বাধীনতা তোমার তরে গাই
আজ বন্দেমাতরম্ গান,
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
এতেই মোদের মান।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি —
আমি পুষ্পিকা সামান্য গৃহবধূ, সাহিত্যের সনে যুক্ত আছি, কবিতা পড়তে ভীষণ ভালোবাসি,সময় সময় হাতে কলম ধরি,মনের কিছু ভাবনা অক্ষর দ্বারা সাজিয়ে তোলার চেষ্টা করি।