ব্যাথীত হৃদয় মাঝে
-আবুল হাসমত আলী
∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋
দিনগুলি তো হারিয়ে যায়,
হাজার দিনের মাঝে;
ঠাকুমার সেই রূপকথা তো,
শুনতাম সকাল সাঁঝে।
হাঁটি হাঁটি পা পা করে_
গেলাম আমি স্কুলে;
প্রাইমারির পর হাই স্কুলেতে,
গেলাম রাজার হালে।
বন্ধুবান্ধব নতুন জগৎ,
সবই পড়ে পিছে;
হয়ে পড়ি কর্মব্যস্ত,
অতীত হয় যে মিছে।
এখন কেবল খেটে খাওয়া,
নির্বাকভাবে দেখা;
ধনের পাহাড় ওদের আছে,
মোদের জীবন ফাঁকা।
মোর জীবনে শিউলির গন্ধ,
এসেছিল ভেসে;
হৃদয় মাঝে প্রমদধারা,
প্রবেশিল এসে।
রামধেনুকে জীবনের রং,
মনে ভেবেছিলাম;
তাই ক্ষনিকের নন্দন বনে,
নিজেকে হারালাম।
সে সময় তো গেছে চলে,
অতীত ইতিহাসে;
সেসব শুধু ধরা আছে,
হৃদয়ের ক্যানভাসে।
এখন তো সব স্ফঠিক স্বচ্ছ,
হয়ে ধরা পড়ে;
জীবনের সে মহিমা আর,
পড়ে না নজরে।
হৃদয়ে তো ব্যথার বুদবুদ_
ওঠে প্রতিক্ষণে;
তারি মাঝে একজন আছে,
সর্বদা সৃজনে।
∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।