মনের শান্তি বড় শান্তি

-কাজী সেলিনা মমতাজ শেলী

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

অনেক সম্পদ, মূল্যবান সম্পদ মনের শান্তি বড় শান্তি,

সেই অসৎ সম্পদ,যদি বৈরি বাতাস দিয়ে যায় অশান্তি।

বারবার নিখিল যেন, প্রকৃতির কাছে চিঠি দিয়ে জানায়,

সেই জন উত্তম ধরণী তলে যার কাছে আছে শত বিনয়।

সততা প্রার্থনায় আসতে পারে জীবনে সেই স্বর্ণালি দিন,

মনের নিখিল বলে, সততা ছাড়া হয় না যেন স্বপ্ন রঙিন।

বলতে ভালো লাগে, এই বাংলার প্রকৃতি মায়ের মতো, আনন্দে ফেটে পড়ে বাংলার আকাশে তারা আছে যত।

দীঘির জলে কেমন করে, শ্বেত পদ্ম টলমল করে ভাসে,

তাই দেখে স্বর্ণালি সকালে সন্ধ্যায় সুগঠিত নিখিল হাসে

যাহা কিছু সঞ্চয়, তাই হোক উপহার দীপ্ত আনন্দ ছন্দে,

চিন্তা মণিরা চিন্তা করে,অকল্পিত জীবন যে দ্বিধা দ্বন্দ্বে।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি- 

কাজী সেলিনা মমতাজ শেলী, কপিলমুনি বাজার, উপজেলাঃ পাইকগাছা, জেলাঃ খুলনা।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*