বাগান বাড়ি

-সিরাজুল ইসলাম মোল্লা

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

শত স্বপ্ন দিয়ে ঘেরা বাগান বাড়ি অনেক যত্নে গড়া,

সকাল বিকাল অবসরে করতে একটু ঘোরা ফেরা।

আম কাঠাঁল পেয়ারা বরই ঘেরা ছোট্ট বাগান বাড়ি

সামনে আছে যারই নারকেল কৃষ্ণচূড়া সারি সারি।

ছোট্ট একটি দ্বিতল বাড়ি যা খোলা উঠোনের পাশ,

দু’পাশ ভরে জুঁই বেলী হাসনা গোলাপ গাদা’র চাষ।

শীতের ভোরে নাস্তা সেরে গাদা ফুল রোপন হচ্ছে,

খোকন সোনা খুশি মনেই একটি করে গাছ তুলছে।

মজা করে বিড়াল তাড়ানো চলছে দিতে মন ঘুরিয়ে

মায়ের ডাকে ফিরছে খোকন বাবু মিষ্টি হাসি দিয়ে।

প্রেমের ছোট্ট পৃথিবী জানিয়ে দিচ্ছে স্বার্থক ঘরামী,

হাসি খুশি সুখ শান্তি ভরা, আর কি চাই ধরা আমি!

ফুলে ফলে পাখির কল কাকলীতে মন আত্মহারা,

আজ মাঘী পূর্ণিমায় পাশের বাড়ি যেতে হবে ত্বরা।

লোকারণ্যে আনন্দ মুখরিত সাজানো বাগান বাড়ি,

ছুটছে গাড়ি দিচ্ছে আড়ি আগাম পথ দিতে পাড়ি।

আচমকা খুশির মাঝে হট্টগোল বাঁধল বিলের ধার,

খবর এল বিরল মাছ পড়েছে নাকি জালে আমার।

আঁকাবাঁকা পীচ ঢালা পথ চলে গেছে সুদূর কোথা,

ধূসর পর্বতের চুড়া ঐ জানে না অন্তস্থ মনের কথা।

নীল আকাশের নীচে দাঁড়িয়ে একাকী খোলা ছাদ,

হাতছানি দিয়ে ডাকছে মোরে রাতের মায়াবী চাঁদ।

পুত অপ্সরীর আলতো ছোঁয়া হৃদয়ে অনুভূত হয়,

সত্যি স্বপ্নীল পৃথিবী আজ আমার স্বর্গীয় মনে হয়।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

কবি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা+জেলাঃ মুন্সীগঞ্জ, বিভাগঃ ঢাকা, বাংলাদেশ

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*