অভিমানী

-সুচন্দ্রা বসাক মন্ডল

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

অভিমানী মন নিয়ে তোমার ,নিজের প্রতি তীব্র অভিমান।

যেখানে আমার সকালে দিনের দিনলিপি

সেখানে তোমার স্তব্ধ হয়ে যাওয়া আশার বাতি।

যেখানে আমার রঙিন স্বপ্নের ফানুস ওড়ে ঐ আকাশে।

তোমাকে ঘিরে ধরেছে দীর্ঘ নিঃশ্বাসের প্রতিনিয়ত দূষিত বাতাসে।

ভালোবাসা বিলাসিতার নামান্তর তোমার জীবনে তখন।

তবুও তো মনুষ্য জনমে মনের অজান্তেই,

বাসা বাঁধে বাবুই পাখির বাসার মতন।

দিন যায় রাত্রি আসে পার হয় মাসের পর বছর।

আস্তে আস্তে সবাই ভোলে কেউ রাখে না খবর।

আমি এক অচিন দেশের এক ঘরের কোনে।

তোমাকে এঁকেছি মনের মতো ক‍্যানভাসে নিজের মনে।

জানি আমি কেউ নয়,হবোনা কখনো কেউ তোমার।

তবুও দেখো তোমাকে চিনি পরম প্রিয় আমার।

যখন দেখবে আকাশে শশীর কিরণ দেবে তোমার গায়ে আলো।

বুঝে নিও ঐ তো আমি দূরে থেকেও অনেক ভালো।

আমার আকাশে যখন ভরা শ্রাবণে বৃষ্টি দেবে ঢেলে।

বুঝে নেবো তুমি আর কারোর নয় শুধুই আমার ছিলে।

তোমার জীবন অন্ধকারে চাঁদের আলোর প্রবেশ যদিও নিষেধ।

আমার আঙিনায় শ্রাবণে শ্রাবণে রোমান্টিকতার মেঘ।

তোমার মনখারাপের ভাগটা নেওয়ার যে উপায় নেই অভিমানী।

আমি যে তোমার কেউ নয়,হবোও না এটাতো আমি জানি।।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

আমি সুচন্দ্রা বসাক মন্ডল। থাকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ‍্যের কোলকাতার সল্টলেকে। শিক্ষাগত যোগ্যতা : কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্র নিয়ে মাষ্টার্স।প্রিয় বিষয় মনস্তত্ত্ব ও ইতিহাস। নানা রকম শিল্পের ডিগ্ৰী আছে।যেমন সেলাই য়ে দুটি।ফ‍্যাশান ডিজাইনের উপর ডিগ্ৰী আছে।ফটোগ্ৰাফি বিষয়ে প্রধান শখ।কয়েকটি বড় গ্ৰুপের দায়িত্বে রয়েছি। গিটার শিখছি,সঙ্গীত ও অত্যন্ত প্রিয় বিষয়।মনের আনন্দে গিটার বাজাই। বাচিক শিল্পী নয়,তবে ভালোবেসে পাঠ করি কবিতা।কবি নয় তবুও লিখি মন কথা। মজা করতে ও হাসতে ও হাসাতে ভালোবাসি। আমি বিবাহিত ও একটা পুত্র আছে। কবিতার পাতা গ্ৰুপ একটি প্রিয় গ্ৰুপ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*