দুন্দুভি

-শান্তি দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

সেই তুমি তোমার প্রতিবাদী শান্ত স্নিগ্ধ গভীরতা,

প্রতিমা মুহুর্ত ছলনায় তোমার মুখের বানী।

কালের দুন্দুভী তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়,

শুধু প্রাণ নয় ছুটে আসা তীব্রতা নতুন সৃষ্টি।

কেবল ব্যস্ততা ঘিরে তোমার সংস্কার ছাড়াতে পারোনি,

সম্পর্কের ভয়ে আজ ও মন তোমার ভিতু।

এই জড়তা কাটবে না কোনদিন যেন যুদ্ধের দামামা,

শঙ্খ সিঁদুরে আদর্শ গৃহিণী মনের মাঝে কুটিলতা।

আমি কিন্তু সত্যিই ভালোবাসি হেগো সুলক্ষণা,

তুমি সুলক্ষণা তোমার মনের জ্বালাটুকু অন্তরে।

যুদ্ধের দামামা কাটিয়ে ফিরে এসো সুন্দর স্বাভাবিকতায়,

তোমার ধর্মের বালাই তোমাকে মানতে হবে সবকিছুই অমিল।

তূমি নারী তোমার স্ত্রীর সত্য রূপ বহন করে,

তোমার প্রাণের প্রতিটা স্পন্দন তোমার কৃষ্টির পরিচয়।

আজ ও তোমার সত্ত্বা এই নতুন যুগকে উৎসাহিত করে,

তাই তো এতো ভালোবাসি সামাজিকতা বজায় নেই সন্ধি।

শাসনের বাদ্য ধ্বনি হৃদয়ে আজ বিচ্ছেদ শুধু বিচ্ছেদ বহনকারী,

সম্পর্ক যেন ছিন্ন পর্বে দুন্দুভীর এক অচেনা সুর।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

আমি- শান্তি দাস, বিষয় শিক্ষিকা (শিক্ষা বিজ্ঞান), শিক্ষাগত যোগ্যতা এম এ, খোয়াই, আগরতলা, খোয়াই ত্রিপুরা,

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*