ভিন্ন অভিন্ন
-অভিজিৎ হালদার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
মৃত্যু থেকে জন্ম আসে
দিন হতে রাত ;
আমরা মানব , আমরা অমানুষ
ব্যবধান শুধু মুখের ভাষায়।
পৃথিবীর পথ ছেড়ে যদি
পাড়ি দিই ভিন্ন দেশে
মরণের তৃষ্ণা যদি পাই পিছে লোকে
বিরুদ্ধতা তখন স্বপ্নের মায়াজাল বোনে।
পৃথিবীর রাত যদি দিনের কাছে আসে
তবু কেনো অন্ধকারেরা রাতে ভিড় করে !
জোনাকিরা আজও কেনো প্রশ্ন করে
মৃত নক্ষত্রের কাছে !
দিনের কাছে আলো ভালো
অন্ধকারের ভালো রাত ;
ভিন্ন থেকে অভিন্ন হতে
মানুষ থাকে অবসাদ।
মানুষ ভালো , মানুষ খারাপ
জন্ম থেকে মৃত্যু ভালো
দিনের চেয়ে রাত ,
মুঠো ভরে স্বপ্ন লয়ে
ভুলে যায় ব্যাঘাত :-
নিরালা জীবনের আবডালে।।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি –
লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে। ছোটো থেকেই লেখালেখি করতে ভালোবাসেন। বিভিন্ন পএ পত্রিকার লেখালেখির সাথে যুক্ত। লেখকের প্রথম কবিতার বই এর নাম – “প্রথম আলো”(২০২১) তিনি বর্তমানে মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ভূগোল অনার্সের ছাত্র।