বাধ্য কথা

-গণেশ পাল

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কালের প্রভাবে

পরিত্যক্ত বসতির মতো

স্মৃতিগুলো এখন ।

ধূলো ময়লা

ধোয়া মোছার মতো

করি সব রোমন্থন ।

রহস্যের জলে

ডোবা-খন্দকের মতো

আশা আকাঙ্ক্ষার স্ফূরণ ।

সময়ের ভারে

পুরনো সেতুটার মতো

ধ্বসে পড়ে যৌবন ।

মেয়াদ শেষ

কালির কলমের মতো

রয় অবশিষ্ট জীবন ।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ০২ জুলাই ১৯৫০ সালে আমি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি ।‌ শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সালে নাটোর শহরে নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ করি। কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি। লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি: ১ টি কাব্যগ্রন্থ ,৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অপ্রকাশিত পাণ্ডুলিপির সংখ্যা ২০/২২ টি ।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*