তোমার জন্য
-নুপুর বিশ্বাস
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
এই মেয়েটা-!
তাকিয়ে দেখো জীবন পানে!
তোমার জন্য জন্ম হলো
একটি ভোরের।
বাধা নিষেধের দেয়াল ডিঙিয়ে
বেরিয়ে এসো,
খুলে যাক-
বন্ধ কপাট মনের দোরের।
তাকিয়ে দেখো-
কি অপরূপ- -এই পৃথিবী!
কেঁপে উঠুক তোমার ছোঁয়ায়
সকল সৃষ্টি।
নেচে উঠুক মন আনন্দে
আজকে তোমার,
ফুলেরা হাসুক, পাতারা কাঁপুক,
নামুক বৃষ্টি।
বৃষ্টি থামার একটু পর
শান্ত হলেই-
রঙধনুটা উঠুক না হয়
একটু হেসে।
একটি ছেলের পরাণ কাঁদুক
রাত দুপুরে, চোখের জলে
শ্রাবণ নামুক ভালোবেসে।
তোমার জন্য মাতাল হোক
একটি হৃদয়, প্রথম ছোঁয়ায়
দুরুদুরু বুকে একটু ভয়।
হৃদয় ভরা ভালোবাসা
বিলিয়ে দিতে-
তোমার জন্য প্রথম কদম
ফুটুক না হয়।
তোমার নামে সুখ তারাটা
উঠুক হেসে, আকাশ জুড়ে
চাঁদ-তারাদের জলসা বসুক।
একটা ছেলে খুব গোপনে
তোমায় পেয়ে-
আনন্দেতে মাতাল হয়ে
একটু নাচুক।
তোমার জন্য অভিমানের
মেঘ জমুক, মেঘ পিয়নের
খামের ভেতর আসুক প্রেমপত্র।
তোমার জন্য সিঁদূর রাঙা
গোধূলি লগ্নে- উচ্চারিত হোক
পবিত্রতায় প্রজাপতি মন্ত্র।
তোমায় পেয়ে ধন্য হোক
মনের মানুষ,
রঙিন হোক একটি পৃথিবী
তোমার প্রেমে।
ভালো থেকো, ভালো রেখো,
আগামী পৃথিবী, ধূলার ধরায়
স্বর্গটা আজ আসুক নেমে।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি:-
আমি “নুপুর বিশ্বাস”। পিতা-হাজারী লাল বিশ্বাস এবং মাতা-সুধা রানী বিশ্বাসের সর্ব কনিষ্ঠা কন্যা। পিতৃ নিবাস-মনিরামপুর,যশোর। স্বামী-বিশ্বনাথ শিকদার(প্রকৌশলী) সন্তান-ড.অরোরা(মেয়ে),অর্ক(ছেলে) পেশা-ইংরেজি সাহিত্যের প্রভাষক, নেশা- সাহিত্য চর্চা।গান শুনতে ভীষণ ভালোবাসি। সম্প্রতি অবসরে মনের কথাগুলো একটু আধটু গুছিয়ে লেখার চেষ্টা করছি মাত্র।ব্যাকরণগত ভাবে সেগুলো কবিতা হচ্ছে কি হচ্ছে না সে বিচারে নাই বা গেলাম,লিখতে ভালো লাগছে,পাঠক অনুপ্রাণিত করছে।এই খুশিটাই অনেক পাওয়া,বর্তমান অবস্থা সম্পর্কে একটা কথাই বলবো-“কবিতায় বাঁচি।পাঠকদের ভালোলাগার সূত্র ধরে “একুশের বইমেলা-২০২২” এ আমার প্রথম কাব্যগ্রন্থ-“নীল আকাশের পদ্য”-প্রকাশিত হয়।বইটি পাঠকের ভালোবাসায় সফলতার সাথে সমাদৃত-প্রথম মুদ্রণ সংখ্যা পাঠকের কাছে পৌঁছে গেছে। এখন দ্বিতীয় মুদ্রণের অপেক্ষায়।