তোমার ভবে
-জয়সেন চাকমা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
এসেছি ভবে মানুষ রূপে
বাঁধে মনের মায়া,
নৈতিকতা না মানলে
করে ঘ্রাস কালো ছায়া।
ভবের মাঝে পাপ কর্মে
দিন যায় নিত্য চলে,
কোটি জনে কোটি রূপে
নানান কথা বলে।
ভালো কর্মে ধর্ম আসে
জীবন হয় পূণ্যময়,
পাপের কাজে কষ্ট ভাসে
দেহ বিরহে ক্ষয়।
দুচোখ ভরে এই ভবে
অনেক কিছুই দেখা,
ধর্ম কর্ম গ্রন্থে গ্রন্থে
পাতায় পাতায় লেখা।
প্রভু তোমাকে অর্চনা করি
ধর্ম পথে যেন চলতে পারি আমি
নৈতিকতায় যেন হাঁটতে পারি
তোমার ভবের তোমার ভূমি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
কবি জয়সেন চাকমা, ঠিকানা: মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, শিক্ষা: দশম শ্রেণি (২০২২) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পেশা: স্টুডেন্ট, ক্রীড়া সাংবাদিক কবির গ্রন্থ: স্বপ্নময় ডায়েরি যৌথ কাব্যগ্রন্থ, রান্যেফুল একক তিনসুধো কাব্যগ্রন্থ।