ইচ্ছেরা জাগে
-সত্যজ্যোতি রুদ্র
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ইচ্ছেরা জাগে কত নব সাজে
জীবনের কথা বলে,
মুক্ত মনের অবারিত মাঠে
দোদুল ছন্দে চলে।
যাপন কালের হরেক রকম
স্বপন গোপন থাকে,
ইচ্ছেগুলোর হয় না পূরণ
বেদনায় নীল ঢাকে।
মানব সমাজ মানবিক হবে
প্রেমিক বলবে কথা,
মানব প্রেমের সেতু বন্ধনে
ঘুচাবে সকল ব্যথা।
দ্বেষ-হানাহানি বিনাশিত হবে
দূরীভূত হবে দুখ,
মানুষে মানুষে সমতা আসবে
রচিবে পরম সুখ।
কলহ-বিবাদ থাকবে না আর
সংকট কালে ভয়,
সুখের-দুখের মিলন গাঁথায়
হবে মানবের জয়।
চারিদিকে শুনি মানবতা ক্ষয়
লোকমুখে দশে দিশি,
ভীতির শাসনে অনীতির জয়
অনাচারে কাটে নিশি।
ইচ্ছেরা সব হামাগুড়ি খায়
নিমেষে ভাবায় যত,
উদ্বেগ মনে শংকা বাড়ায়
দিনে-রাতে অবিরত।
স্বপনের সাধ স্বপনে হারায়
বাঁচার স্বপন মরে,
হতাশার ছাপ পড়ে বারবার
চলার পথটি ধরে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি–
সত্যজ্যোতি রুদ্র (সহকারী শিক্ষক), উপজেলা-চকোরিয়া,জেলা -কক্সবাজার, কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার।বাংলাদেশ বেতার ও টিভি চট্টগ্রাম।