লাথি ঘুসি কতো মারে
-মোঃ রজব আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
মোর বহু দুখ নেই কোন সুখ
কাজ কোথা নাহি পাই,
তাই করি চুরি বাড়ি বাড়ি ঘুরি
তাহা ছাড়া গতি নাই।
পাকা চুর যারা ঘুরে ফিরে তারা
কেউ নাহি কিছু কয়,
চলে রাজ বেশে কথা বলে হেসে
সবে তারে করে ভয়।
যদি কিছু করি নিয়ে যায় ধরি
লাথি ঘুসি কতো মারে,
পাকা চুর কয় নাম যদি লয়
ধরে দিবো কিছু ঘারে।
দ্বীন হীন লোক মনে কতো শোক
ভবে যতো দিন আছি,
এই ভব ছাড়ি দেব কবে পাড়ি
তবে যেন মোরা বাঁচি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবিঃ মোঃ রজব আলী, সাং টিলাগাঁও, পোঃ, থানা, উপজেলা দোয়ারা বাবাজার, জেলা সুনামগঞ্জ, বাংলাদেশ।