সুসময়ে অনেকেই আসে
-কনক লতা মন্ডল
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
রূপের লাগি পিছে জাগি
আসছে অলি সুখে ধীর,
অরুণ রাগে কুসুম বাগে
আসা-যাওয়া নিত্য ভীড়।
ফুলের শোভা মনোলোভা
ভোমরা লুটে মধু খায়,
ঝরা ফুলে কিসের ভুলে
সুযোগ পেলে ছেড়ে যায়।
ফুলের সুবাস ছড়ায় আভাস
অলি ছুটে সারাক্ষণ,
নারীর রূপে আঁধার কূপে
ফেলে পালায় নারীর মন।
শোভা দেখে ভাগ্য লেখে
দেখলে জুড়ায় সবার প্রাণ,
পুরুষ আসে নারীর পাশে
রূপের জাদু ছড়ায় ঘ্রাণ।
অলি জুটে যৌবন লুটে
ভেঙে গেছে খেলা ঘর,
দেখার লাগি ক্ষতের দাগি
রেখে গেছে করে পর।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কনক লতা মন্ডল, সহকারী শিক্ষক, জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর (গণিত)