লহ প্রণাম
-ইন্দিরা দত্ত
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
হে মহান শিক্ষাগুরু চরণে প্রণমি,
লহ তুমি নমস্কার, অপরাধ ক্ষম।
আজিকার এই দিনে দাও মোরে ক্ষমি,
আশীর্বাদ দেহ মোরে আশাটুকু মম।
জ্ঞানালোকে উদ্ভাসিত করিয়াছো মোরে,
জ্ঞানের সাগর তুমি শ্রেষ্ঠ গুণাকর।
দানিয়াছ শিক্ষা মোরে প্রাণ পাত করে,
শিক্ষাদানে কভু তুমি হলে না কাতর।
আজীবন সাধিয়াছো শিক্ষাদান- ব্রত,
তব কীর্তি চিরকাল রবে স্মৃতিপটে।
আজীবন রবে তুমি হৃদয়ে জাগ্রত!
বার বার প্রণমি যে সেই পুণ্য তটে।
শিক্ষার-ই কারিগর নামে তোমা জানি,
‘ শিক্ষক দিবস’ নামে বিশেষ এদিনে।
শ্রেষ্ঠ গুরু তুমি মোর প্রিয় গুরু মানি,
শিক্ষা অসম্পূর্ণ ছিল জানি তব বিনে।
প্রতিভাত আছো সদা যেন দীপ্ত রবি!
শিক্ষক দিবসে সদা তোমাকেই স্মরি।
হৃদয়েতে জাগাইলে কল্পনার ছবি,
স্মৃতি মাঝে সদা যেন তব পদ বরি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি ইন্দিরা দত্ত। পেশায় লেখিকা ও গৃহবধূ। লেখা ছাড়াও গান নাচ আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। বাগান করা আমার নেশা।