স্বপ্ন

-সজীম শাইন

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

স্বপ্নগুলো বদ্ধ কুঁড়ি মনের মাঝেই খেলে

স্বপ্নরা সব কষ্ট পেয়ে পাপড়ি ডানা মেলে।

স্বপ্নগুলোর দোষ কী বলো,স্বপ্ন বোনাই কাজ

স্বপ্ন গেঁথে দু’জন মিলে বেরিয়ে পড়ো আজ।

স্বপ্নের চেয়েও বড়ো তুমি, ভালো-মন্দ বোঝো

স্বপ্নগুলো হত্যা করে ঘরেতে সুখ খোঁজো !

স্বপ্ন তোমার সমাজ নিয়ে, শেকল পায়ে নাচো

স্বপ্ন-মাঝে এইতো জীবন, বাঁচার মতো বাঁচো।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

সজীম শাইন, পিতা মৃতঃ আব্দুল বাছির, মাতা মৃতঃ হালিমা বাছির, গ্রামঃ বালিচান্দা, উপজেলাঃ দুর্গাপুর, জেলাঃ নেত্রকোণা।
জন্মঃ ০৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সনে,এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। সার্টিফিকেট নামঃ মোঃ সিরাজুল ইসলাম । পড়াশোনাঃ বিএসএস,স্নাতক। সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর।নেত্রকোণা। সভাপতিঃ দুর্গাপুর সাংবাদিক সমিতি। নেত্রকোণা।
লেখালেখি শুরুঃ
সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায়।
প্রথম কবিতা প্রকাশিত “অচেতন” হয় সাপ্তাহিক মুসলিম জাহান, ঢাকা।১৯৯৫ সালে। স্থানীয় ও জাতীয় পত্রিকায় অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থের সংখ্যাঃ একক কাব্যগ্রন্থ দু’টি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*