ইচ্ছে ছিল
-সুসীম কুন্ডু
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ইচ্ছে ছিল পাখির মতন,
উড়ব আমি আকাশে।
সারাদিন পাখিদের সাথে,
ঘুরে বেড়াব বাতাসে।
ইচ্ছে ছিল কোকিল সুরে,
গাইব মধুর গান।
প্রভাতী বেলায় আঁখি মেলে,
মানুষ জুড়াবে প্রাণ।
ইচ্ছে ছিল চাঁদের আলোয়,
নিশুতি রাতের বেলা।
ফুলের সুবাস পেয়ে আমি,
করবো একটু খেলা।
ইচ্ছে ছিল বাদল ধারায়,
পড়ব টিনের চালে।
পেঁচার মত নিশুতি রাতে,
বসবো গাছের ডালে।
ইচ্ছে গুলো হয়নি পুরন,
স্বপন দেখি যে রাতে।
ঘুমের ঘোরে জেগে উঠেছি,
রেখেই হাতটি হাতে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
কাজলা ইন্দ্রাপল্লি, উত্তর ২৪ পরগনা, ৭৪৩২৬৩, পশ্চিমবঙ্গ, ভারত