খুব দরকার ছিলো

-সুচন্দ্রা বসাক মন্ডল

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

জানতো…খুব দরকার ছিলো।

সত্যিই খুব দরকার ছিলো তোমার আসার।

আবার খুব আরো দরকার ও ছিলো তোমার চলে যাবার।

নাহলে,মিলন বিচ্ছেদ জানা হতোনা।

জানা হতোনা বিরহের মিষ্টি বিষের যন্ত্রণা।

নাহলে তিলে তিলে তিলোত্তমা গড়ে দিতে আমায় পারতো না।

খুব… দরকার ছিলো….

দরকার ছিলো,ভেঙে চুরমার করে দেওয়ার দিবাস্বপ্নের।

যেখানে প্রতিনিয়ত প্রমাণ করতে হতো আমাকে।

মিথ্যাচার গুলো মেনে নিয়েও আপোষ করে তোমাকে।

প্রতিটি অপেক্ষার দিন এখন অপেক্ষা ও ভুলে গেছে।

এই অভ‍্যাস গুলো ছাড়তে ছাড়তে, এখন আমি বেশ.. কিছুটা সময় পাই।

এখন কল্পলোকে তোমার অপেক্ষা কে সরিয়ে,কবিতারা স্থান পেয়েছে তাই।

সত্যিই… খুব দরকার ছিলো।

জানো তো মানুষ চেনায় আমি খুব কাঁচা এখনো..

কিন্তু কি করি বলো? মানুষকে অবিশ্বাস যে পাপ…

তবে পাপ বোধের মাপকাঠি কি আজ আর আছে আদৌ??

বোধহয় এই পাপ শব্দটি নেই কোথাও।

তবুও এই শব্দ টি নিয়েও কত কুসংস্কার আমাদের…!

এখনো ভুলে যাই অভিমান টা কি ছিলো তোমার প্রতি যেন…??

ভুলে যাবার রোগটা যে সারেনি এখনো।

শুধুমাত্র ভুলে যেতে পারিনা কিছুটা সময়, কিছু কথা।

যা নিয়ে হয়তো আজন্ম কাটাতে হবে ব‍্যাথা..!

তবুও সত্যিই খুব দরকার ছিলো..।।।।।।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি-

আমি সুচন্দ্রা বসাক মন্ডল।আমি থাকি ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার সল্টলেকে ।আমি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্র নিয়ে মাষ্টার্স করেছি।মনোবিজ্ঞান প্রিয় বিষয়।যা এই বিষয়ের সঙ্গে পড়তেও হয়েছিল।এছাড়াও ফ‍্যাশান ডিজাইনিং ডিগ্ৰী, সেলাইয়ে দুটো ডিগ্ৰী, সফট টয়ে ডিগ্ৰী প্রাপ্ত।নানারকম শিল্প আমার অত্যন্ত পছন্দের।নানা রকম জিনিস তৈরি করি।সবচেয়ে পছন্দের বিষয় ছবি তোলা।ফটোগ্ৰাফি জন্য নানা জায়গায় ঘুরে বেড়াই।কিছু বড় ফটোগ্ৰাফি গ্ৰুপের দায়িত্বে আছি।পরবর্তী পছন্দ লেখা।কবিতা লিখি না ,যেটা লিখি সেটা ছবি তোলার সময় প্রকৃতির সঙ্গে বাক‍্যালাপ।কিছু পত্রিকা তে কবিতা ছাপা হয়েছে।গতবছর একটি কবিতা বাংলাদেশের পুস্তক মেলায় প্রকাশিত হয়।বাচিক শিল্পী নয়,তবে অনেক কবিতা পাঠ করেছি।কিছু ভালো লাগা থেকে, কিছু অনুরোধে।আমি বর্তমানে গিটার শিখছি।যেটা আমার ছোটবেলা বেলা থেকে স্বপ্ন ছিলো।গিটার বাজিয়ে কবিতা পাঠ করি।কখনো আপন মনে গুন গুন করি। আমি তেমন ভাবে কিছুই নয় আসলে। আমি বিবাহিত, আমার একটি ছেলে আছে। কবিতার পাতা আমার খুব প্রিয় গ্ৰুপে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*