স্মৃতি কাঁদে
-জি এম ওহিদুজ্জামান হাসান
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
চরনে তোমায় রাখবো নাকো
রাখবো হৃদ গভীরে,
হারিয়ে যেতে দেবনা তাই
রবেনা আর বাহিরে।
কতনা লেখা লিখেছি আমি
কতনা জনে পড়ে,
তুমি ওযে কেন আপন করিয়া
রেখেছো হৃদয় ভরে।
আজ বুঝেছি আমার লেখা
হয়তো তোমার মনে,
স্মরণীয় কোন স্মৃতি কাঁদে
ব্যথীত হৃদয় বনে।
কষ্ট গুলো আঘাত হানিয়া
কাঁদায় তোমায় বসি,
আমি যেন সেই বেদনাশ্রু
নিজ হাতে দেই মুছি।
তোমার কত পাবার বাসনা
হৃদয় গভীরে মোর,
সত্যই তুমি রাখবে খুলে
তোমার মনের দের?
কত আশার কলি আমার
ঝরেছে অগোচরে,
খুঁজে খুঁজে তুমি দিবে কি পুঃন
মম এ হৃদয় ভরে?
জানিনা কত ভুল করেছি
তোমার জীবনে মিশে,
কেন তুমি অমন করিয়া
আমায় চেয়েছো পাশে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
জি এম ওহিদুজ্জামান হাসান, ১৯৮১ সালের ১০ অক্টোবর সাতক্ষীরা জেলা কালিগঞ্জ থানা চাকদ্দাহ্ গ্রামে জম্মগ্রহন করেন। পিতা- মরুহুম জি এম হায়াতুজ্জামান হায়াত বীর মুক্তিযুদ্ধা।মাতা-মরুহুম রহিমা বেগম।