অনুশোচনায় অনুতপ্ত
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আজিকে কত লোক পাশে, ঘুরছে খাচ্ছে সবে,
কত কি লিখছি পড়ছি কত কি করছি সহমতে।
চাহিদার যোগানে মনের বিনোদনে আছি ভবে
সুখ দুঃখ হাসি কান্না নিয়েই লড়াকু ইচ্ছে মতে।
সময়ের ভেলায় জীবনের খেলায় শেষের পথে,
ভাবতে ক’ফোটা জল আসে চোখেতে আপনে।
ভোগ বিলাস পরও পরমাত্মারই অতৃপ্ততা হতে,
বে-খেয়ালী হৃদয় আজ অনুতপ্ত মরণে স্মরণে।
গত কষ্টের কারণ মেলাতে ভ্রান্তির হিসেব ক্ষণে,
কত স্মৃতি ভাসে আজ জীবনেরই হিসেব কষে।
আত্মার অশান্তি হৃদয়ের ব্যাকুলতা দূরী করণে,
চুকাতে দায় সমর্পিত বিদায়ের বেলা অবশেষে।
অনুশোচনায় অনুতপ্ত জীবন বুঝি চির অভিশপ্ত,
ইচ্ছের চেয়ে অনিচ্ছের ঘটনা ঘটেছে জীবন ভর।
নির্মম ভাগ্যের পরিহাসে জগতে প্রায়শ্চিত্ত চলন্ত,
একে একে কেটে পড়ছে সবে, জানি না অতপর!
ভাবনায় একদা মনে হতো সব মায়াবী মরীচিকা,
বাস্তবতা তো সময়ের পরিতৃপ্তি আত্মার পরিতৃপ্তি।
কীর্তির অমরত্বও বিবর্তনশীল সময়ের পাদটীকা,
জীবন সায়াহ্নে স্মরছি মৃত্যু সত্যি মৃত্যুতে সমাপ্তি!
অনাচার পাপাচার ঘেরা সচিত্রিত জীবন অন্তরে,
স্মরণে মননে মন গুমরে কাঁদে একাকী গোপনে।
ক্ষমিও ভূলোক ক্ষমিও পরিজন সব ধরণীর পরে,
ক্ষমা কর মম দয়াশীল ক্ষমাশীল না ফেরা ভুবনে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জেলা+উপজেলাঃ মুন্সীগঞ্জ, বিভাগঃ ঢাকা, বাংলাদেশ।