প্রবঞ্চনা

-কনক লতা মন্ডল

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

সাগর তীরের ঢঙে গোধূলির আবীর রঙে

ঢেউয়ের দোলায় প্রতি পাল্লা

মুছে যায় পদচিহ্ন জলতরঙ্গের দহন বহ্নি

অপরূপ সৃষ্টি করেছে আল্লাহ।

নিথুয়া পাথারে কষ্ট অগ্নিসংযোগে হয় নষ্ট

বিরহের কাশফুলে পোড়া মন,

বালুকাবেলায় নীলাদ্রি সাগরের কানায় পাদ্রি

হত্যায় আহুতি দেয় শুভক্ষণ।

সমুদ্রের রোমন্থন ধৃত গরল রূপান্তরে অমৃত

অসুর আর সুরের মধ্যে যুদ্ধ,

অখিলেশ তাপস দীপ্ত মধ্যাহ্নে কুচক্রে ক্ষিপ্ত

প্রবঞ্চনা গঞ্জনায় অবরুদ্ধ।

প্রকৃতির দানে পুষ্ট অভিনব ধরণী নাহি তুষ্ট

মোক্ষম মুক্তির নিঃশ্বাস উড়ান,

চিত্তের একাকিত্ম বোধের জাগরণ বিত্ত

জ্ঞানের ভাণ্ডার শূন্য পূরণ।

নিকষের রসা ভাব দয়াল মনের ইচ্ছে স্বভাব

ধর্মের নামে শপথে জন্মলাভ,

ভ্রান্তির ঊষালগ্নে প্রান্তিক সীমান্তের মগ্নে

আত্মার অস্তিত্বে অক্ষুণ্ন ধাপ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

সহকারী শিক্ষক, ঠিকানাঃ জলিরপাড়, মুকসুদপুর, গোপালগঞ্জ। বিভাগঃ ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*