শরৎ এলো

-পীযূষ কান্তি সরকার

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

আশ্বিনের ওই আকাশটা নীল

মুক্ত মেঘের মায়া —

ঝড়ের দোলায় কাটল ক’দিন

শুধুই আলো-ছায়া।

শিশির ভেজা ঘাসের বুকে

চলি যে পা-ফেলে,

দোয়েল এসে দিচ্ছে যে শিস্

শিউলিগাছের ডালে।

তার দোলাতেই ঝরে পড়ে

শিউলি বনতলে —

সোনা রোদে গাছের পাতায়

হীরে-মানিক জ্বলে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

পীযূষ কান্তি সরকার, ব্যাঁটরা, কদমতলা, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার কদমতলা অঞ্চলে সাতপুরুষের ভিটেমাটিতে ১৩৬৮ বঙ্গাব্দের ১৩ই বৈশাখ জন্ম। বাবা রতন সরকার, মা বেবি সরকার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পেশা শিক্ষকতা। বরতমানে অবসরপ্রাপ্ত। শুকতারা পত্রিকায় ক্লাস টেন- এ পড়াকালীন প্রথম গল্প প্রকাশ। পরে কিশোর ভারতী, কথাসাহিত্য, নব কল্লোল, আনন্দবাজার, বর্তমান, সংবাদ প্রতিদিন, এই সময়, সুখী গৃহকোণ সহ বহু পত্র-পত্রিকখয় লেখা প্রকাশিত।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*