মিটে মম সাধ
-মোঃ রজব আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
মামা ডাকে মামা বলে বাবা বলে তাই,
ভাই বোনে সবে মিলে ডাকি সদা মামা,
বহু দূরে সদা ঘুরে নেই কোন থামা,
দেশে খেসে সবে মিলে মামা ডেকে যাই।
বসে নভে দেয় সবে প্রতি রাতে আলো,
রাত হলে মামা তাই কালো দূর করে,
মিষ্টি আভা আলো দেয় প্রতি ঘরে ঘরে,
দেখ সবে লক্ষ্য করে মামা কতো ভালো।
নভে সাঝ হলে ভাই মামা পড়ে ঢাকা,
কষ্ট করে মোরা তাই সেই রাতে থাকা।
মামা ডাকি স্নেহ ভরে কাছে আসে নাই,
মামা হলো ডাক নাম ঠিক নাম চাঁদ,
তবু মোরা সবে মিলে মামা ডাকি ভাই,
মামা ডেকে তৃপ্তি পাই মিটে মম সাধ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি মোঃ রজব আলী, পিতামৃতঃ মোঃ শুকুর আলী, মাতামৃতঃ মোছাঃ শুবেতারা বেগম, গ্রামঃ টিলাগাঁও, ইউপিঃ সুরমা, থানা, উপজেলাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ, বাংলাদেশর। মোবাইল নং ০১৭৪৯-৭৭৪২৫৬