যদি ফের ফিরে এসো

-মাই ফেয়ার চৌধুরী

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

যদি বৈশাখের খরতাপে ক্লান্তি নেমে আসে,

কষ্ট আর যন্ত্রণার বিষাদের স্তুপে পরিণত হয়।

অভিমানী মেঘ জমে হৃদ আকাশে গর্জন করে,

ঘূর্ণি ঝড়ের গতি প্রচন্ড তাণ্ডব চালায়।

তবে ফিরে এসো,শ্রাবণের বর্ষণে স্বপ্নতরী বেয়ে,

রিমঝিম দুপুরে কিংবা নিঝুম সন্ধ্যায়।

যদি অতি বর্ষণে জলোচ্ছ্বাসের ঢেউ উঠে,

অপ্রতিকূল সময় ভাঙ্গা মন গৃহবন্দী রও

তবে এসো,শরতের সাদা মেঘের ভেলায়

সারি সারি সাদা কাশবনের নিরালায়।

যদি এবেলা ও অবেলা হয়ে দাঁড়ায়,

এসো তবে শীতের কনকনে ঠাণ্ডায়।

অপেক্ষার উষ্ণতার চাদর রবে আঙ্গিনায়।

কারণে-অকারণে যদি বেলা গড়িয়ে যায়,

তবে ফিরে এসো,ফাল্গুনের কোন এক ক্ষণে

ফের স্বপ্ন গুলো রাঙ্গাবো রঙে রঙে দুজনে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

মাই ফেয়ার চৌধুরী, পিতা-রমজু চৌধুরী, মাতা-লায়লা বেগম, ডাকঘর-বন্দর, থানা-পুলিশ -ডবলমুরিং, আগ্রাবাদ-চট্টগ্রাম ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণায় কলম ধরার সাহস পায়।লেখার হাতে খড়ি খুবই অল্প সময়, লেখার চেয়ে পড়তে বেশি ভালোবাসি,শখ অজানাকে জানা, ভ্রমন,ছবিতোলা, গান শুনা ও চুকিয়ে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে একক প্রথম কাব্যগ্রন্থ -“অন্তিম বেলায় রক্তিম আভা” একুশে বই মেলা-২০২১ একক দ্বিতীয় কাব্যগ্রন্থ-“আমার অক্ষরে তুমি অক্ষয় “একুশে বইমেলা ২০২২ একক তৃতীয় কাব্যগ্রন্থ -কালো বর্ণমালায় নীল কষ্ট প্রক্রিয়াধীন একুশে বইমেলা ২০২৩. যৌথ কাব্যগ্রন্থ পাঁচ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*