নতুন দিনের আগমনের বার্তা
-সাবেরা সুলতানা
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
আমি বিমোহিত আমি উদ্ভাসিত, উসাহিত,আমি উৎকন্ঠা,
আমি উরু চণ্ডা, আমি সংকোচহীনা, আমি মধুর উৎকন্ঠা
আমি ধরোনীর বুকে এক ফালি চাঁদ, নিশব্দে নিদারুন নির্মমতায় ঝরে পড়া একটি আকাশ
আমার ছন্দের জাগানে মুখোরিত আকাশ বাতাস বইছে নদী,
সুপ্রসন্ন প্রকৃতির আশ্বাস, প্রতি দিনের ন্যায় ভোরের আকাশে
সুমিষ্ট রংঙের তুলি দিয়ে আকা বিচিত্র কলা, সুসিগ্ধ মধুর বাতাস,
সুগভীর প্রেমের আল্পনা সকালের দৃশ্য দৃষ্টিতে
বারবার প্রেমে পড়ে যায় কি মমতাময় সুশীল সুবর্ণতা, আমি তো বিমোহিত প্রকৃতির প্রেমে,
নতুন খেলায় মাতোয়ারা।
প্রকৃতির দেয়া নির স্বার্থ আনন্দ,
সত্যি সত্যিই মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে নিঃশব্দে নীরবে,
বরাবরের ন্যায় প্রেমের চিঠি
নিত্য দিনই দেয় ডাকপিয়ন ছাড়াই
এযেন সুমধুর শুভাকাঙ্ক্ষীর বার্তা,
নতুন দিনের আগমনের আলোককর্তা।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতিঃ—
নামঃসাবেরা সুলতানা, বর্তমান ঠিকানাঃমোরেলগজ্ঞ,বাগেরহাট। পেশাঃমাষ্টার্সে অধ্যায়নরত, সরকারি ব্রজলাল (বিএল)কলেজ খুলনা। বাবাঃসরকারী কর্মকর্তা ছিলেন এখন অবসান। মাতাঃগৃহীনি। চার ভাই বোন, ভাই বোনদের মাঝে সেজো।