রূপবতী হিয়াজোড়া
-এফ এইচ জারদিম
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ঋতুর রিনি ঝিনি রূপবতী হিয়াজোড়ার গায়ে
সবুজে পুস্পারন্যে মুগ্ধ; দেখো ডানে- বায়ে,
হিয়াজোড়ার চারপাশে আচ্ছন্য শ্যামল ছায়া
তারই মাঝে মনোহরা, আমার স্মৃতির মায়া।
বাড়ি পাশে উত্তরে পথের ধারে ঘাসের ‘পরে
হাতে কলম- নোট; লিখি ভাবনার ঘোরে,
কয়েক হাত দূরে দু’টি উপগায়ে জনেক বসবাস
তাদেরই পায়ের চাপায় থেঁৎলে চলে প্রিয় এই ঘাস।
হিয়াজোড়ার উপগা নাম তেলিয়াচো, বানাতুপা
গায়ের খালটি এমন ঢঙে যেন এলোকেশী রুপা,
আঁকা –বাঁকা খালটি চলে বহু দূর অজানায়
বর্ষায় রুপতার উপচে পরে কানায়-কানায়।
খালটির মাছ খেয়ে কত জীবন আজ ধন্য
চৈত্রের খরায় এই খালটি পায়না কোন অন্ন,
পাশে তার দৈত্যাকার ছিল শূন্য পাথারে গাছ
শীত- বর্ষায় রাতের বেলায় চলতো ভূতের নাচ।
প্রবীণদের মুখে সদা ভূত- প্রেত্নির কথা হয়
নারী, শিশু, কিশোর রাতে পায় -ভীষণ ভয়;
মসজিদ, মন্দির, মাজার শরিফ, মাদ্রাসা, স্কুল
শ্যামল সাজানো রুপে আমি হই ব্যাকূল।
এতো সুন্দর মিষ্টি রুপ বাংলাদেশেই হয়
এই গায়ের গুণগান; সকল জনগণে কয়,
শ্যামলিমা রূপবতী আমার জন্ম স্থানে
হিয়াজোড়ায় কত গুণী, পাশের গায়ে জানে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
এফ,এইচ, জারদিম। কবিতা, সনেট, ছড়া, গল্প, উপন্যাস, অভিনয়, চিত্র অংকন করা যার খুব শখ। তিনি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা, নাঙ্গলকোট থানার হিয়াজোড়া গ্রামে ১৯৮৯ সালের ১৪ই এপ্রিল এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কাব্য রচনা করে তিনি স্বদেশ ও আন্তর্জাতিক অসংখ্য ক্রেস্ট ও সম্মাননা অর্জন করেছেন- ‘আন্তর্জাতিক জলবায়ু সন্মাননা-২০২১’, ‘আমেরিকার টেক্সাস থেকে প্রাপ্ত – ‘Global poetry award-২০২১, ‘২১শে মার্চ আন্তর্জাতিক কবিতা সন্মাননা-২০২২’, গর্বিত বাংলাদেশী কবি হিসাবে তিনি প্রথম হন। ধন্যবাদ