সে দিনের জন্য

-কুমুদ চক্রবর্তী

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

শুধু তোমার জন্য শিশিরে, কুয়াশায়

হেঁটে গেছি অন্তবিহীন পথ বহুবার।

ভালোবাসার অলিগলি ঠিক মতো

চিনতে না পেরে, ঠকিয়েছো বারবার।

এত ঠকার পরেও শুধু তোমার জন্য

শরতের সোনালী রোদ আসেনি সকালে।

অথচ সে দিনের প্রতীক্ষায় আজও

প্রহর কাটে, শিউলি ফুল কুড়োই দেবো বলে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

বহরমপুর, মুর্শিদাবাদ। বিভিন্ন পএ, পএিকায়, ফেসবুকে গল্প, কবিতা, গান, উপন্যাস লিখি। আমার একটা ছোট গল্পের বই প্রকাশ পেয়েছে যার নাম-যা হারিয়ে যায়। মুর্শিদাবাদ জেলার হাসান পুরে পোস্ট মাষ্টার ছিলাম। বর্তমানে, অবসর গ্রহণের পর বহরমপুরে থাকি। ধন্যবাদ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*