অথৈ নীলে

-হাবিবুর রহমান

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

সহজ সরল পথ ধরে হেঁটে হেঁটে

পায়ে ফোস্কা পড়ে যায়,

নড়েচড়ে ওঠে বুকের বাঁ পাশ,

থ‌ই থ‌ই চোখের জল

এগিয়ে যাই গোধূলির দিকে।

অলৌকিক এক সোহাগ

মনভাঙা গল্প শোনায়।

আরো গাঢ় হয়ে ওঠে শীতের কুয়াশা

গিলে ফেলে রাতের যত উজ্জ্বল তারা।

পাখির ঠোঁট থেকে ফসকে যায় সুগন্ধি গোলাপ

শাপলা ফুলে বিরহের গান গায়

একটি অচিন পাখি অষ্টপ্রহরে।

গভীর ঘুম ভাঙে রাত দুপুরে

চাঁদের কলঙ্ক মখমল বিছানায়

নীল রতিক্রিয়ায় মেতে ওঠে।

কিছু ফিসফাস সুকেশী মেঘেদের আলাপনে,

অন্তর্জাল জুড়ে ঘাম ঝরা ছবি

অথৈ নীলে ডুবে থাকে পরিযায়ী পাখি।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

আমি একজন শিক্ষক। কবিতা লিখতে ভালবাসি।এপর্যন্ত তিনখানা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে– (১) শতাব্দীর ব্যাধি,(২) সপ্তসুর ও (৩) “কবিতা কোরাস আমরা একুশ”

 

 

 

1 thought on “অথৈ নীলে -হাবিবুর রহমান

  1. অনুপম রচনা । মুগ্ধ হলাম প্রিয় কবি । শুভ কামনা রইলো

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*