লোকনাথ

-অমরনাথ ঘোষাল

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

ওগো লোকনাথ, তুমি প্রাণনাথ,

থেকো যেন মোর মনে,

তব কাছে আসি, মহাসুখে ভাসি,

খুশি রাখো অভাজনে।

যদি থাকে ভয়, নহে পরাজয়,

করো সবাকার গতি,

তুমি সুখময়, মনে কথা হয়,

তব পদে দাও মতি।

দেখি আচরণ, কহি বিবরণ,

শোনো ওহে পিতা শোনো,

ভবে আছে রণ, ভাবি অনুক্ষণ,

সব মন তুমি জানো ।

তব বানি শুনি, জানি তুমি গুণী,

কৃপা করো তুমি দেব,

তুমি মহা মুনি, তব কাছে ঋণী,

দূর করো সব খেদ!

পথে রণে বনে, ডাকে মনে মনে,

প্রতি পদে বাধা পেলে,

সাড়া দাও প্রভু, জানে তোমা বিভু,

দেখা পায় আঁখি মেলে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

প্রাক্তন প্রধান শিক্ষক, মেদগাছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাক্তন প্রধান শিক্ষক বৃদ্ধপাড়া জনকল্যাণ বিদ্যাপীঠ, প্রাক্তন সহ শিক্ষক কেলেটি গণপল্লী আদর্শ বিদ্যাপীঠ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ !

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*