একই রয়ে গেছো শুধু সময়ের ব্যবধান
-শুভা লাহিড়ী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
সেদিনও তুমি পন্য ছিলে,আজও রয়ে গেছো তাই!
তাইতো এখনও তোমাদের নিয়ে, কেনাবেচা দেখে যাই।।
স্বামীর সাথে পোড়ে যদি নারী,তবেই হবে সে সতী!
তা নাহলে সবে বলে ওঠে তার,ভ্রমেতে গিয়েছে মতি।।
শিক্ষার আলো পশবেনা কভু,নারীদের ওই মনে!
এমনতর কঠোর আদেশে,ক্ষত হয় প্রতি ক্ষণে।।
সময়ের ব্যবধানে যে আমরা,পেরিয়ে এসেছি অনেকটা!
বাল্যবিবাহ তবু আজও চলে,কারণ আমরা কানকাটা !!
সমাজ টাকেই দোষারোপ করি,নিজের দেখিনা দোষ!
নিজের দোষ ঢাকতে গিয়ে,মিছিমিছি করি রোষ।।
সেদিনও তোমার অমতে তোমায় করেছে সম্প্রদান!
আজও এ সমাজ দেখে প্রীত হয় তোমাদের বলিদান!
যতই তোমরা পুরুষের সাথে হাঁটো না অনেক পথ!
তবুও সমাজ বলবে নারীকে,’গতিবিধি তব শ্লথ’!!
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
মার নাম শুভা লাহিড়ী।আমি একজন গৃহবধূ।লেখালেখির সাথে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি।