কুয়াশার জলকণা
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কুয়াশার জলকণা, ভেসে এলো বুঝি বাতাসে মৃত্তিকায়,
ফুল গুলো আরো তাজা হলো সেই বাতাসের মোহনায়।
বন্ধু বাতাস ঘুমিয়ে থেকো’না, দেখ প্রকৃতি কত সুন্দর,
রূপ রস গন্ধ উপভোগ করেছি, দিয়েছি কি কিছু তার?
কানন, তোমার জন্য প্রকৃতি যদি একটি ফুল ফোটায়,
বুঝে নিও কানন, তোমার জন্য যেন মঙ্গল হবে সেটায়।
রাতের তারা, যামিনীর নীল আকাশে দেখা যায় তারে,
আঁধার ফুরানোর আগেই চলে যায়, নীরবে ধীরে ধীরে।
ভোরের কুয়াশা কণা, আজ হলো যে কতনা ঝাপসা,
আঁধার ঘন সন্ধ্যায়, আসমানে কতনা মেঘের নকশা।
মালা হতে যদি ফুল ছিঁড়ে যায়, কেঁদো’না বিরহ প্রকৃতি,
আবার নতুন করে গাঁথো মালা সৃষ্টি হোক নব সে স্মৃতি।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
খুলনা পাইকগাছা বাংলাদেশ