কবিতায় তুমি

-মীর রাজীবুল হক

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই

আছে শুধু কয়েকটি কবিতা।

আর সেখানে তোমার উপস্থিতি অবিরাম।

আমার প্রতিটা চাওয়া পাওয়া যেন কবিতাকে ঘিরেই আবর্তিত।

তোমার প্রতিটা ভালোবাসার ছোঁয়া আমার কবিতাতেই আচ্ছন্ন।

আমি যখন নিশির রাতে মগ্ন থাকি কলম হাতে সাদা পাতায়,

তখন আমার ঝাপসা মরচে পড়া স্মৃতি তোমায় খোঁজে আমার কবিতায়।।

আমার ফেলে আসা অন্ধকার স্মৃতি গুলো যেখানে আলোকিত হয়।

আমার মনের বিদগ্ধ যন্ত্রনা যেখানে সুখ খুঁজে পাই ।

সেই স্থান হলো আমার ওই কয়েকটি কবিতায়।।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি,,,,,,

আমি মীর রাজীবুল হক। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার জামালপুর ব্লক অধীনে চৌবেড়িয়া গ্রামের বাসিন্দা। আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। লেখালেখি করতে আমার বরাবরই ভালো লাগে। তাই অনেক ছোট লেখা চেষ্টা করি। দু একটা লেখা পত্রিকাতে প্রকাশ পেয়েছে। বাংলা সাহিত্য নিয়ে আরো এগিয়ে যেতে চাই।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*