কবিগণ

-আশীষ খীসা

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

নিশি রাতে সবাই ঘুমায়

কিন্তু ঘুমায় না কবিগন,

তারা ভাবে কত কথা

মনে জাগে শিহরণ।

কবিগন লিখে বাস্তবতা

লিখে স্বপ্নের কথা,

সত্য কিংবা মিথ্যে তুলে

ধরে আসল সত্যতা।

কবিগনের আসেনা সহজে ঘুম

ভাবে পরিবেশের কথা,

কবিতায় তুলে ধরে সকল

সৃষ্টির দুঃখ-ব্যথা।

কবিগন নিরিবিলি পরিবেশে

লিখতে ভালোবাসে কবিতা,

থাকে না তখন কোন ভয়াবহতা

প্রকাশ পায় যেন পূর্ণতা।

কবিগনের নেই কোন অস্ত্র

একমাত্র কলম তার ভরসা,

ছন্দ ও মাত্রা নিয়ে কবিতা

এটি তার সকল প্রত্যাশা।

কবিগন নিষ্পাপ যদিও বলে

কবিতায় অনেক কথা,

ভাবনা ও কলম তার হাতিয়ার

লিখে না কিন্তু অযথা।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি- পরিচিতিঃ-

কবি আশীষ খীসা রাঙামাটি জেলা সদর দীঘলীবাঁক গ্রামে ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়,মারিশ্যা,বাঘাইছড়ি উপজেলা,রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে এস এস সি,রাঙ্গুনীয়া কলেজ,রাঙ্গুনীয়া উপজেলা,চট্টগ্রাম হতে এইচ এস সি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.(১ম শ্রেণী)ডিগ্রি অর্জন করেন। তাঁর স্থায়ী ঠিকানাঃ গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,উপজেলা- বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি।তিনি বর্তমানে ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।তিনি অবসর সময়ে সাহিত্য সাধনা করেন। তিনি একাধারে একজন শিক্ষক, কবি,গল্পকার ও গীতিকার। সংগীতের প্রতি তাঁর যথেষ্ট অনুরাগ ও ভালবাসা রয়েছে। তিনি অবসর সময়ে সংগীত চর্চা করেন।তিনি অনলাইন ভিত্তিক বিভিন্ন সাহিত্য সংগঠন,পত্রিকা ও ম্যাগাজিন থেকে কবিতা প্রতিযোগিতায় এযাবৎ প্রায় ৩০০০(তিন হাজার )সম্মাননা সনদ পেয়েছেন।তাঁর যৌথ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা দশ।সেগুলো হলোঃ১। বন্ধুর বন্ধনে প্রয়াস,২।শতবর্ষী মুজিব ৩।নিঝুম রাতের কাব্য,৪।ডাকবাংলা কাব্যকুঞ্জ,৫।সাত রঙ,৬।মায়াবতীর নীল কাব্য,৭।স্বপ্নের ডাকবাংলা,৮।যদি তুমি জানতে,৯।৬৪ জেলার নির্বাচিত কবি।১০।কাব্যময় কথা। তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন।

 

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*