অভ্রভেদী

-গৌর গোপাল পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কাহার জন্য কেইবা বলো মরে

কেউই কারো নয়!

দু’দিন শুধু আমার আমার করে

মিছে মায়ার ভয়!!

এইতো আমি রয়েছি বেশ ভালো

যা মন চাই করি!

কোনটা ভাল কোনটা হল কালো

খোঁজ রাখে কে হরি!!

তোমরা তবু আমারি দোষ ধরো

পাই না ভেবে কেন?

মারতে হলে মারো নয়তো মরো

ভুল করো না যেন!!

কিসের জন্য এমন করো তুমি

মান থাকে না আর!

এটা কারোর একার জন্ম ভূমি

নাই তা জানা কার?

মিছেই কেন করছো জেদাজেদি

সবই যদি বোঝো!

আমার এ বাণ জেনো অভ্রভেদী

জীবন দিয়ে পোজো!!

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ-

কবি গৌর গোপাল পাল। জন্ম ১৩৬০বঙ্গাব্দের ১৩ ই ফাল্গুন বৃহস্পতি বার গোবিন্দপুর গ্রামের পৈতৃক ভিটেয়। বাবা- দুকড়ি পাল। মা- ফুলেশ্বরী পাল। বর্তমানে বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। সাহিত্যের সব শাখাতেই কম-বেশি যাতায়াত। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার। আনন্দবাজার, বর্তমান,সংবাদ প্রতিদিন,আজবিকাশ, দৈনিক স্টেটসম্যান,সংবাদ,স্বভূমি,কলম, গণশক্তি, একদিন, আজকালসহ গোটা কুড়ি দৈনিকের পাশাপাশি, দেশ,সানন্দা, আনন্দলোক,সাপ্তাহিক বর্তমান, সুখীগৃহকোণ,শরীর স্বাস্থ্য, খেলা, সুস্থ, সুস্বাস্থ্য,কিশোর ভারতী,সন্দেশ, প্রসাদ,তথ্যকেন্দ্র গৃহশোভা, দ্য সানডে ইণ্ডিয়ান, অদ্বিতীয়া,আবার এসেছি ফিরে,বীরভূমি, শারদপত্র,জ্ঞান-বিজ্ঞান, কিশোর জ্ঞান বিজ্ঞান,ইণ্ডিয়া টুডে,এবং পুনশ্চ, ছড়ার হাট, শব্দদ্বীপ,চিরকালের ছেলেবেলা, প্যারিস টাইমস, আশ্রম, লিপিকাসহ অফ লাইন অনলাইন মিলিয়ে পাঁচ-সাতশো পত্র পত্রিকায় লেখালিখি।

স্বপ্না চক্রবর্তী,কার্তিকদাস বাউল,সনজিৎ মণ্ডল, প্রদীপ্তশঙ্কর মুখোপাধ্যায়,নিখিল বিহারী ঘোষ, শ্রীকুমার চট্টোপাধ্যায়, জয়দীপ রায়,স্বপন চক্রবর্তী,নাজমুল হক,ঈশিতা মুখোপাধ্যায়, জয়দেব দাস, পাপিয়া লোধ,সুলেখা রায়,পূর্ণন্দু দাস, সুদেষ্ণা গোস্বামী রায়,দুলাল কাহার,রতন কাহার,মহাদেবদাস বাউল,নিতাইদাস বাউল প্রমুখ শতাধিক শিল্পী আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

লাভপুর ও কীর্ণাহারের কথা,অট্টহাস লাভপুর, কিছুগান কিছু কথা ১ম ও ২য় খণ্ড এবং ছন্দে ভরা দাদুর ছড়া শিরোনামে পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*