মন মাতানো দেশ
-অনিল কুমার পাল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
দিগন্ত জোড়া সবুজ ধানের গালিচা,
নয়ন জুড়িয়ে যায় বাতাসের ঢেউয়ের তালে আলিশা।
পাশের দিঘী ফুটে রয়েছে লাল শাপলা ফুল,
পাতাগুলো জলের উপর লুকোচুরি করছে নাতো ভুল।
চারিদিকে বনবনানী নয়ন যুগোল করে বন্দি,
এমন সুন্দর মনোরম দৃশ্য তাইতো আমার সাথে করে সন্ধি।
তাইতো আমি ছুটে আছি গায়ের শোভা খানি দেখি,
বিলে ঝিলে শাপলা পদ্ম ফুলের রাশি হৃদয় কোনে রাখি।
মন মাতানো দেশ আমার ছবির ছড়াছড়ি,
শহর ছেড়ে তাই গ্রামের মায়ার টানে আরতো নাই করাকরি।
তরুলতার মতো সহজ সরল গাঁয়ে ভাইয়ের ভালবাসায় ভাসি,
মায়ের আদরে প্রাণ জুড়িয়ে পরম আদরে উদর ভরিয়ে দেয় বেশি।
মায়ার টানে বারে বারে তরুলতার ঘেরা গাঁয়ে ফিরে আছি,
পল্লী কবির নিমন্ত্রন তাই শহরবাসীকে দিয়ে থাকি।
আসলে পরে মা যে কত খুশি ভরে বসতে দিবে জায়গা খুঁজে বেশি,
হরেক রকম পিঠাপুলি, পায়েস উদর ভোরে খেতে দিবে বেশি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজ পদ পাল, মাতা মৃত রেনু বালা পাল. তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে(বাংলাদেশ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসেবে কর্মরত আছেন। লেখালেখি শুরু পহেলা নভেম্বর ২০২১। দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।