আমি

-মুহম্মদ মনজুরুল আনোয়ার

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

বুঝি না-

আমি ডিপ্রেশনে আছি কিনা,

নাকি বোকার মতো পাল উড়িয়ে চলেছি!

মানে আমি দুঃখী, নাকি সুখী,

কী এক আজীব জটিলতার মধ্যে অবস্থান এই আমার!

কিন্তু বুঝি-

আমি খুশিও না আবার বেজারও না,

অদ্ভুত এক বিশাল শূন্যতার বিস্তারের মধ্যে বসবাস!

যেখানে-

পাওয়া না-পাওয়ার অলিগলিতে,

হারিয়ে যাওয়ার অস্পষ্ট আবছা আবছা দ্বন্দ্বে,

নিজের কাছে নিজেকেই পরাজিত হয়ে যাওয়া!

এরপরেও-

আমি হাসতে পারি, হাসাতেও পারি,

পারি জীবনমুখী সফলতার প্রেরণাদানের,

উপদেশাত্মক লেখালেখির কথনের সম্ভার ছড়িয়ে দিতে!

আর সেইসাথে পারি ব্যর্থতার মধ্যে দিয়ে

হাস্যজ্জ্বোল মুখাবয়বের হাসিমাখা পাল উড়িয়ে দিনভর চলাচলরত থাকা তে-

“আমি!”

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি- 

মুহম্মদ মনজুরুল আনোয়ার, ঢাকা, বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*