মুখোশ
-দেওয়ান শামীমুল ইসলাম
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি কি আমাকে চিনি?
হ্যা, সামান্যই এক প্রানি!
শ্রষ্টার কি আসে যায়?
যদি আমাকে আমি না চিনি!
হাজারো কোটি সৃষ্টির মধ্যে
আমিই প্রথম শ্রেণী!
শ্রষ্টার সৃজিত সৃষ্টির
এক আক্কেলী ও জ্ঞানী!
আমি কি আমাকে চিনি?
কেন? দায়িত্বশীল এক প্রাণী!
কি করছি সেটাকি আমি জানি?
অন্যায়, অবিচারই যে আমার কাছে দামী!
সুদ, ঘুষ ও সন্ত্রাস
আমার কাছে খুব মধুর,
ত্রাস করে আবির্ভাবে
আমি ভীষণ চতুর!
আমি কি আমাকে চিনি?
কেন? নীতিতে আমিতো অটল!
নীতিবানের মুখোশ পরে
নীতিরই তুলিযে পটল!
আফসোস,
শুধু আমিই চিনি নাই আমায়!
আমাকে চিনতে করেনি কেহ ভুল!
সময় হলে দিতেই হবে
প্রতিটি কর্মেরই মাশুল!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
দেওয়ান শামীমুল ইসলাম, পিতা – মাওলানা আনোয়ারুল ইসলাম, মাতা – রওশন আরা বেগম শিউলি, গ্রাম- তিরঞ্চ, ডাকঘর – আইসড়া, উপজেলা – বাসাইল, জেলা – টাঙ্গাইল , বাংলাদেশ। পেশা – শিক্ষকতা বর্তমান ঠিকানা: রিয়াদ, সৌদিআরব।