জোনাকির ঘ্রাণ
-স্বপন গায়েন
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
জোনাকির ঘ্রাণে জেগে আছে নিঝুম রাত
শুনশান পথে উলঙ্গ জোনাকির উল্লাস শোনা যায়
কেউ কোথাও নেই তবু যেন মনে হয় স্বর্গের উঠোনে উৎসব।
জীবকূল যেন বেঁচে আছে জোনাকির ঘ্রাণে
নেই কোনো দূষিত হাওয়ার আস্ফালন –
হৃদয় দিয়ে অনুভব করতে হয় ওদের ঘ্রাণের শব্দ।
চাঁদ ডুবে গেছে, জেগে আছে জোনাকির কোলাহল
মাটির সোঁদা গন্ধটাও মিশে যায় জোনাকির ঘ্রাণের সাথে
আলো আঁধারি অন্ধকারে পথ দেখায় ওদের স্বপ্নময় আলো।
শিশির স্নাত সৌরভে ওরা স্নান করে প্রতিটি রাত
পাখিদের কলতান থেমে যায়, জোনাকির পথ চলা হয় শুরু
রাত যে ওদের বন্ধু, নিঃসঙ্গ পথিকের আপনজন।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
ঠিকানা – গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ। একক কাব্যগ্রন্থ “আধ খাওয়া চাঁদ” প্রকাশিত হয়েছে ২০২০ সাল। একক দ্বিতীয় কাব্যগ্রন্থ “হেমন্তের পাখি” প্রকাশিত হয়েছে ২০২১ সাল। পরমাণু কবিতার বই “শৈশব চুরি” প্রকাশিত হয়েছে ২০২১ সাল। পঞ্চবান কবিতার বই “মুক্তির স্বাদ” প্রকাশিত হয়েছে ২০২২ সাল। চতুষ্টয় কবিতার বই “ মায়ের শরীরে রামধনু রঙ” প্রকাশিত হয়েছে ২০২২ সাল।