প্রবহমান
-অনিশা খেটো
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
জীবন যে কঠিন বড়, বড়োই সংগ্রামের,
হেসে-খেলে পার করে যাই শিশুজীবন কালের ।
কত মানুষ আসে আবার কত চলে যায়,
কতজনই বা থাকে বলো শেষপর্যন্ত হায়!
কতকিছু পাই আবার পেয়েও হারাই,
ধরে রাখার জন্য তো করতে হয় লড়াই ।
ভাঙতে লাগেনা সময়, গড়তেই লাগে,
রেখে সবকিছুই যে যেতে হবে আগে ।
জীবনের সবকিছুই সহজ হত যদি,
বইত না কখনোই এই জীবনরূপী নদী ।
আলো ছায়ার ছোঁয়া পেয়ে প্রানের পরে,
নিজে ভাঙি প্রতিদিনই নিজে উঠি গড়ে ।
নতুনেরে করি লাভ কিছু পুরাতন হারিয়ে,
অভিজ্ঞতার ভান্ডার ক্রমশ চলেছি বাড়িয়ে ।।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
আমি অনিশা খেটো । বয়স ২০ বছর । পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া তে জন্ম এবং এখানকারই বাসিন্দা । খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের এক মেয়ে । পরাশোনার পাশাপাশি গল্প, কবিতা লিখতে খুব ভালোবাসি ।