স্নেহধন্যা রূপকথা

-অন্নপূর্ণা দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

রূপকথা ভাবে কিভাবে তাকে কথা বলবে,

কারণ সে তো তার পুরো কথা শোনেই না,

তারমধ্যে কথা না শুনে উপদেশ বানী,

এই ভাবত ভাবতে তার মাথায় এলো,

হোয়াটসঅ্যাপ লিখে কথাগুলো বলি…

যেমন ভাবা তেমন কাজ,

লেখা শুরু হল তারপর পোস্ট করলো,

কিছুক্ষণ পরেই একটি ম্যাসেজ ঢুকলো,

ছুটে গিয়ে মোবাইল খুললো…

তারপর দেখে স্নেহধন্যা রূপকথা….

এই ‘স্নেহধন্যা’ কথাটি দেখে রূপকথার মাথা রাগে গরম হয়ে গেল,

স্ত্রীকে বলে স্নেহধন্য,

আচ্ছা মানছি তোমার আমার বয়সের অনেক ডিফেন্স আছে,

তা বলে স্নেহধন্যা!

হিন্দু বিবাহতে বেশিরভাগ ক্ষেত্রেই বয়সের ডিফেন্সে বিয়ে হয়,

কারো ক্ষেত্রে কম আবার কারো ক্ষেত্রে বেশি,

তাবলে ‘স্নেহধন্যা’….

তুমি তো দেখতে সুন্দর ,

কলেজ জীবনে কত মেয়ের প্রেমের প্রস্তাবও পেয়েছিলে,

সেখানে কি বলেছিলে স্নেহধন্যা প্রেমীকা,

তাহলে…. এখন কেন?

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

আমি একজন গৃহবধূ,ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া সালকিয়া থাকি। লেখিলেখি করতে ভালোবাসি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*