বিশুদ্ধ মন

-মিলাদ হোসেন

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

পরিমিত আহার নিদ্রায়

শরীর সুস্থ থাকে

মার্জিত আচরণে সমাজ

দূষণমুক্ত থাকে।

বিশুদ্ধ অক্সিজেন যেমন

প্রয়োজন সারাক্ষণ

সুশৃঙ্খল সমাজ গঠনেও

প্রয়োজন বিশুদ্ধ মন।

বিশুদ্ধ পানি পান করতে

নেই কোন ভয়।

বিশুদ্ধ মনের মানুষও

সবার প্রিয় হয়।

বিশুদ্ধ মনের মানুষেরা

স্বচ্ছতা তৈরী করে

তাইতো সমাজ তাদেরকে

সাদরে বরণ করে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত- 

কবি মিলাদ হোসেন। জন্মেছেন মৌলভীবাজার জেলা শহরের নিকটবর্তী সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের এক নং ওয়ার্ডের মমরুজপুর গ্রামে । লেখালেখি পেশা না হলেও মনের আবেগ থেকেই লিখেন। লিখেন বিশ্বাসের কথা, ভালবাসার কথা। ২০১৯ সালে তার প্রথম একক কাব্যগ্রন্থ “হৃদকাব্য” প্রকাশিত হয়। কবির প্রথম যৌথ কাব্যগ্রন্থ “শত প্রতিভায় আলোকিত নেত্রজল “প্রকাশিত হয় এবং দ্বিতীয় যৌথ কাব্যগ্ন্থ ” এক সন্ধ্যার উপকথা” শিগগিরই প্রকাশনার পথে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*