মুখ-মুখোশ

-বিজয়া মিশ্র

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

পান্তাভাতে বিষাদ মেখে খাই

দূরবীনে কত খু্ঁজবো অবিশ্বাস

যুদ্ধ জারি সারাটা মৌজায়

ভ্রুণ চারাগাছ তবুও নিচ্ছে শ্বাস।

বিষ উগরানো সমস্ত জমিটায়

লাঙলের ফলা কাঁপছে নিরন্তর

তবু চেষ্টারা হাঁটছে অবিশ্রাম

নতুন কোন ঠিকানায় খোঁজে ঘর।

চাষ জমিটায় আগাছা যত্র তত্র

চতুর্দিকে বুনো ইঁদুরের বাস

আমার চাষের মুনাফা লুটছে কেউ

কাঁটা দিনরাত ভীষণ নাভিশ্বাস।

তবু বিশ্বাস মানুষের কলিজায়

তার হাত খানা যতই চালাক ফলা,

হারবো না কিছুতেই মানুষ ভুলে

আরক্ত চোখে তাকিয়ে নিখাদ বলা।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়া শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি। নমস্কার, ধন্যবাদ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*