মাতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন

-রাখী দত্ত

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

মোদের প্রিয় মাতাজী পারুল কুমার প্রেমানন্দিনী,

সকলের মধ্যে কৃষ্ণ নামের আনন্দ দায়িনী।

আমাদের এই মাতাজির সংস্পর্শে এসে,

কৃষ্ণ নাম জপি সকলে ভালোবেসে।

জগতে কৃষ্ণ নামের হয়না কোনো তুলনা,

তাই দুবেলা কৃষ্ণ নাম করতে কেউ ভুলনা।

কৃষ্ণের প্রতি যদি তোমার থাকে ভক্তি,

দূর হয়ে যায় মনের জমানো সকল আসক্তি।

কৃষ্ণ নামের করো যদি ভজন,

কৃষ্ণ হয়ে যাবে তোমার সুজন।

ইহজগতে কৃষ্ণপ্রেমে হও গো সবাই মত্ত,

একমাত্র কৃষ্ণপ্রেমের মধ্যে থাকেনা কোনো সত্ত্ব।

মাতাজীর দৌলতে মত্ত হই গীতা পাঠ ও ভক্তি গানে,

ওনার এই মহান কাজে মনে ঈশ্বরের ভক্তি আনে।

তাই হরে কৃষ্ণ বলো সবাই দুহাত তুলে,

জগতের সকল দুঃখ যাবেই তুমি ভুলে।

কৃষ্ণ নামের মাতাজী হলেন আমার গুরুজন,

তাই মাতাজির প্রতি আমার আজ এই শ্রদ্ধা নিবেদন

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

১৯৯০ সালের ২ রা জানুয়ারি হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত নাউল গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা শ্রীযুক্ত বিশ্বনাথ দাস । মাতা শ্রীমতী অনিমা দাস । দুই ভাই ও এক বোনের মধ্যে কনিষ্ঠা । পড়াশোনা ও বেড়ে ওঠা নাউল গ্রামেই। বাংলা ও ইতিহাসে এম এ এবং বি এড করেছেন। বর্তমানে দুই ছেলে সহ স্বামীর সাথে আরব মহাদেশের ওমান নামক দেশে রয়েছেন। বিদেশে থেকেও মাতৃভাষার টানে বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত এবং প্রতিনিয়ত লিখতে থাকেন বিভিন্ন পত্রিকা ও সংকলনে।

প্রকাশিত যৌথ কাব্যগ্ৰন্থ:- নববর্ষ সংখ্যা ১৪২৮ , কবি রত্ন, শারদ উপাচার ১৪২৮, পদ্যতরী ১৪২৯, কাব্য রূপসী ১৪২৯ কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফ্লিম ফেস্টিভ্যাল ২০২২ এ প্রাপ্ত:- “অনুছবি সৃজন সারথী সম্মান”

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*