অশান্ত আকাশ

-অমর দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

আমি বসে আছি জলঙ্গীর তীরে এক

নির্জন নিস্তব্ধ শুনশান প্রকৃতির মাঝে।

আজ আমার মনের আকাশ বড় অশান্ত।

কাল বৈশাখীর ঘন কালো মেঘ জমেছে

আমার হৃদয়ের আকাশে,দিন গড়িয়ে

বৈকালেই ঝোড়ো কালো মেঘে আঁধার

নেমেছে মনের ঈশাণ কোনে যন্ত্রনার

কালো মেঘ জমেছে,ঝড় উঠেছে আমার

হৃদয়ের আকাশে,নির্জন জলঙ্গীর তীরে

আমি একা বসে। না এই কালবৈশাখীর

কালো মেঘ আমার হৃদয়ে একদিনে নয়,

বহুদিনের পুঞ্জীভূত আঘাতে আঘাতে এ

হৃদয়ে তৈরী হয়েছে উষ্ণতা,হদয়ে সৃষ্টি

হয়েছে এক মহাশূন্যতা,জমেছে ভয়াল

কালবৈশাখীর মেঘ,ঝড় উঠেছে হৃদয়ের

আকাশে, আমি বেসামাল হয়ে পড়েছি।

আমার শুষ্ক আঁখি থেকে দুঃখের বর্ষণ

ঝরে পড়ছে আমার মনের দহন ক্ষেত্রে।

ঝড়ের তীব্র দাপটে আমি সম্পূর্ণ বিধ্বস্ত।

আমার হৃদয় আকাশ কেন এতো অশান্ত,

কেন এতো ভারাক্রান্ত বুঝতে পারছি না।

মনের আকাশের কালবৈশাখীর দাপটে

হদয়ের প্রেম, প্রীতি,কর্তব্য,ভালোবাসা

নামের হাঁড়পাঁজড় গুলি হারিয়ে গেছে।

খুঁজে পাচ্ছি না,ভালোবাসতে পারছি না,

আমার কাছের মনের মানুষ গুলি কে।

নিথর নিস্তব্ধ দৃষ্টিতে চেয়ে আছি আমি

কুলু কুলু বেগে বয়ে চলা জলঙ্গীর দিকে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:-

জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে বহু সাম্মানিক সনদ পেয়েছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*