নতুন ভোর 

-মোঃ জাকির হোসেন

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

বুকের জমিনে কিছু দগদগে ক্ষত নিয়ে,

হেঁটে চলা অবিচল-

অবিকল ঐযে সারিবদ্ধভাবে যারা দাঁড়িয়ে উচ্ছ্বসিত মনে,

না- ওদের মত কবিতার লাইন যান্ত্রিকতার কালো অক্ষরে

সাদা সাদা কাগজে, রঙ্গিন প্রচ্ছদে ভরে ওঠেনি কখনও।

তবু উচ্ছ্বসিত মনে শ্বেত হংস সাঁতার কাটে পদ্ম পুকুরে।

অক্ষরগুলি সাজিয়ে নিতে ইচ্ছে করে শত সহস্র বেদনার বিপরীতে।

কখনও কলমের গর্ভ থেকে নিঃসৃত ঝর্ণা ধারা বয়ে যেতে চায়,

আফ্রিকার ক্ষুধার্ত মানুষগুলির বেদনার জলসিড়িতে,

মুখ ধুয়ে বেরিয়ে যেতে ইচ্ছে করে আগ্নেয়গিরির লাভা হয়ে,

ধ্বংস করে দিতে, যারা তৈরি করেছে ক্ষুধা, দারিদ্রতা,

অমানবিকতার অসামাজিক জীবনের গতিপথ!

আলোক সজ্জিত আসরে কবিতাগুলির কন্ঠ রুদ্ধ।

অন্ধকারে নিমজ্জিত তরী ভেসে উঠেনা সাগরের মোহনায় যেতে।

তবুও মহাসাগরের নীল জলে কাংখিত মিলন মেলায়,

হংস বলাকাগুলির সুদুর আকাশ পাড়ি দেয়ার সন্ধিক্ষণ   

ভেবে নিতে ইচ্ছে করে-

জানি কোন সমাধি রচনা হবেনা এ কবিতার,

যার ইচ্ছেতে এ কবিতা সেও হারিয়ে যাবে,

ধুলো হয়ে মিশে যাবে ভূপৃষ্টের কোন জলকণায়-

নতুন দ্বীপ উদ্ভাসিত হবে,

উদ্ভাসিত হবে নতুন দিগন্ত,

নতুন সূর্যের আলোকধারায় হবে নতুন ভোর।।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

-©️®️মোঃ জাকির হোসেন
৩০/১০/২০২২

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*