ঊষার দুয়ারে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ঊষার দুয়ারে, রাঙা আবির এলো খুশিতে মগ্ন প্রভাত,
প্রদোষ লগনে, সন্ধ্যার বাতাস খুশিতে যেন সারা রাত।
এত খুশি কেন, বাতাস তুমি কি ভালোবেসেছো শর্বরী?
আকাশের নীলে ঘুরে বেড়ায় দেখেছো সুন্দর নীল পরী।
ফাগুনের রাতে, কেন ঘুমিয়ে থাকে ওই হিমেল হাওয়া,
কিছু’ই তো বলে না কি আছে তার মনে চাওয়া পাওয়া।
অনির্বাণ বাসনায়, তুমি’ই প্রার্থনা কর হে শান্ত প্রকৃতি,
সবা’ই বলছে সে-ই প্রার্থনায় আছে নাকি সুন্দর রীতি।
আরো বলছে,সুন্দর রীতি ছাড়া হয় না মন আলোকিত,
এই ভুবনে,অস্তিত্বের আলোকে পূর্ণ হয়েছে জীবন কত।
ধূলিকণা চরণে দুঃখ জয় করেছে নির্ভীক সৈনিক সেনা।
দুঃখের মাঝে এ শান্তি নিহিত হয়তো অনেকের অজানা,
বজ্র বেগে আকাশ পানে, ছুটে আসে যদি মেঘেরা নেমে,
বিভীষিকা দেখে ভয় পেয়ো না সূর্যসেনা,সে যাবে থেমে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ