সাগর সঙ্গমে

-গৌতম নায়েক

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

নদীটির আঁকে বাঁকে নির্মেদ যৌবন

প্রলুব্ধ করে উন্মাদনায়।

খরস্রোতে ভাসিয়ে নেয় খড় কুটোর মতো

উচ্চ নীচ নির্বিশেষে সকল নদকে।

প্রত্যেকেই অন্তত একবার ডুব সাঁতার দিতে চায়

অথৈ জলে বুকের ভিতর মেহফিল সাজিয়ে।

স্যাঁতস্যাঁতে বক্ষ ভাগ

পিছনে ফেলে আসা সুউচ্চ বালিয়াড়ি

সোনালী গালের টোল

ঈর্ষা জাগায় সহচরীদের মনে।

আপন খেয়ালে চলে সে

ময়ূরীর মতো সজাগ দৃষ্টি রেখে

বুক ভরা আশা নিয়ে মরালির মতো

সাগরের সাথে সঙ্গমের লক্ষ্য নিয়ে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি ও ছোট গল্পকার গৌতম নায়েকের জন্ম ১লা জানুয়ারি, ১৯৭৮ খ্রীষ্টাব্দে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত উলকুন্ডা গ্রামে। পিতা দেবনাথ নায়েক এবং মাতা মাধবী নায়েক। কবি ইংরেজী বিষয়ে সাম্মানিক স্নাতক এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতক। কবি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে বেশ কিছুকাল কাজ করেন এবং পরবর্তীকালে গৃহশিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। তিনি শৈশব থেকেই সাহিত্য চর্চায় নিযুক্ত। কবির প্রথম একক গ্রন্থ ‘আলতো ছোঁয়া’ ( অক্ষর সোপান ঘরানায় লেখা )। এছাড়া বেশ কিছু যৌথ কাব্য সংকলন ও বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা স্থান পেয়েছে। কবি সাহিত্য বর, অক্ষর সোপান সাহিত্য রত্ন, সাহিত্য সাধক, ত্রিপুরা বাংলা সাহিত্য পত্রিকা (প্রধান শাখা) হতে কাব্য জ্যোতি, সাহিত্য রত্ন প্রভৃতি সম্মাননায় সম্মানিত হয়েছেন। কবির ‘বিদিশার দিশা’ কাব্যগ্রন্থটি প্রকাশের পথে। সাহিত্য চর্চা কবির নেশা।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*