অনুভবে তুমি

-কবির আহমদ

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

তুমি আমার অনুভবে

নাসারন্ধ্রের প্রতিটি নিঃস্বাসে ।

তুমি আমার অনুভবে

নিঃশ্বাসের সু-গভীর বিশ্বাসে ।

তুমি আমার অনুভবে

দুটি চোখের সুন্দর চাহনিতে ।

তুমি আমার অনুভবে

দুটি কানের শ্রবণের শক্তিতে ।

তুমি আমার অনুভবে

জিহ্বার খাদ্য গ্রহণ তৃপ্তিতে ।

তুমি আমার অনুভবে

মুখে ভাষা উচ্চারণ চেষ্টাতে ।

তুমি আমার অনুভবে

দুটি হাতের নানাবিধ ব্যবহারে ।

তুমি আমার অনুভবে

মাতৃজঠরে মানবের সৃষ্টি করে ।

তুমি আমার অনুভবে

শরীরে সঞ্চারিত রক্তকনিকায় ।

তুমি আমার অনুভবে

দেহ গঠনে প্রতিটি কোষকলায় ।

তুমি আমার অনুভবে

হৃদয়ে সকল অনুভূতির মাঝে ।

তুমি আমার অনুভবে

যেথা মনের চাহিদা পাই খুঁজে ।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি ঃ–

কবির আহমদ ১৯৭৪ সালে ০১ লা ফেব্রুয়ারী গিরী নন্দন বান্দরবান পার্বত্য জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলী মাঠ গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা – মরহুম শহর আলী সওঃ, মাতা – ছলিমা খাতুন । চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন । ১৯৮৯ সালে নাইক্ষ্যংছড়ি এস এ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন । ১৯৯১ সালে রামু কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৩ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন । তিনি “কাব্যই কবির পরিচয়” সাহিত্য গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক । স্কুল জীবন থেকেই তিনি সাহিত্য চর্চা করেন। তাহার প্রকাশিত একক কাব্য গ্রন্থ- “অব্যক্ত প্রেম” (২০২০) ব্যাপকভাবে পাঠক নন্দিত হয়েছিল । তাহার সম্পাদিত কাব্য গ্রন্থ, হৃদয়ের কান্না (২০২১) । তিনি সাহিত্য – সাংস্কৃতিক বিষয়ে অনেক পুরষ্কার ও সনদ প্রাপ্ত ।

 

 

1 thought on “অনুভবে তুমি -কবির আহমদ

  1. অশেষ কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি, ওয়েব ম্যাগাজিন “কবিতার পাতা”য় আমার কবিতা ” অনুভবে তুমি” প্রকাশ করার জন্য –

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*