হ্যান্ডব্যাগ

-রণজিৎকুমার মুখোপাধ্যায়

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কতদিন থেকে বইছি তোমার বোঝা ,

প্রতিদিন ক্লান্ত হয়ে ঘাম ঝরে,

তুমিই একমাত্র তাড়াতাড়ি আঁচল দিয়ে মোছাতে এলে ,

মহামিছিলের মানুষগুলো কেমন ট্যারা চোখে তাকিয়ে ভ্রূ কোঁচকায় ,

আমি হাসি ওদের প্রেমের ঘাটতি দেখে ।

জীবনের শতরঞ্চি খেলায় যদি প্রেমে না থাকে তাহলে এজীবন শুকনো বংশপত্রের মতো ।

এখন দু-হাতেই হ্যান্ডব্যাগ ভর্তি কবিতার পান্ডুলিপি বয়ে বেড়াচ্ছি সূর্য ওঠা ভোর থেকে ,

কেউ এগিয়ে এলো না ভার লাঘব করতে ।

তুমি তো ফুলের মধু খেয়ে বেড়াও, যতক্ষণ মধু ততক্ষণ তুমি ,

ব্যাগে কি আছে তা দেখার মতো মানবিক মানসিকতা হারিয়ে কনকচাঁপায় মন ভরাও ।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি –

কবির নাম–রণজিৎকুমার মুখোপাধ্যায় জন্মস্থান– রসোড়া, কান্দি ,মুর্শিদাবাদ পিতা–৺সত্যগোপাল মুখোপাধ্যায় মাতা–৺রামবিলাসিনী দেবী জন্ম তারিখ–২৩মার্চ ,১৯৪৮ পেশা–শিক্ষকতা (অবসরপ্রাপ্ত) লেখালেখি–১৯৬৪থেকে অদ্যাবধি সম্মাননা–স্বর্ণপদক প্রাপ্ত, কবিরত্ন উপাধিতে ভূষিত । রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, সাম্প্রদায়িক সম্প্রীতি(বুলবুল পত্রিকার, কলকাতা) আরো প্রচুর সম্বর্ধনা প্রাপ্ত । প্রকাশিত কাব্যগ্রন্থ ,১) শঙ্খ বলাকার সন্ধানে ২) গরম ভাতের গন্ধ ,৩)নতুন সূর্য ৪)চম্পূচয়নিকা ইত্যাদি ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*